উত্তরদিনাজপুর

সোসাল মিডিয়াতে রায়গঞ্জ জেলা হাসপাতালের অব্যবস্থার কথা তাতেই শোকজ

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালের সিসিইউ ( ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) এর অব্যবস্থার কথা সোসাল মিডিয়াতে তুলে ধরাতে শাস্তির মুখে পড়তে চলেছেন সিসিইউ এর ভারপ্রাপ্ত নার্সিং ইনচার্জ অর্পিতা গাঙ্গুলী। সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে অভিযুক্ত নার্সিং স্টাফকে শোকজ করা হয়েছে। তদন্তের জন্য জেলা স্বাস্থ্য দপ্তর তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অভিযোগ করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আজ ছুটির দিন হওয়া সত্বেও জরুরী ভিত্তিতে অর্পিতাকে আজ জেলা স্বাস্থ্য দপ্তরে ডেকে পাঠিয়ে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিভিন্ন উদ্যোগে মানসিকভাবে ভেঙে পড়েছেন অর্পিতাদেবী। তবে তার আশা রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে কোন ধরনের অবিচার করবেন না।

রায়গঞ্জ জেলা হাসপাতালের দীর্ঘদিন যাবদ চরম অব্যবস্থা চলছে। সিসিইউ ভারপ্রাপ্ত  নার্সিং ইনচার্জ অর্পিতা গাঙ্গুলী এই অব্যবস্থার কথা হাসপাতাল সুপার এবং টেলিফোনে সিসিইউ এর ভারপ্রাপ্ত নোডাল অফিসারের কাছে অভিযোগ করেন। অর্পিতাদেবীর অভিযোগ সিসিইউ এর একমাত্র ওয়াসিং মেশিন বিকল হয়ে পড়লেও সেই ওয়াসিং মেশিনের পরিবর্তে কোন ওয়াসিং মেশিন দেওয়া হয়নি। সিসিইউ এর বেডসিট পরিস্কার করার পর হাসপাতালে অটো ক্লিপস না থাকার ফলে সেই বেডসিটগুলো ছাদে শুকানো হয়ে থাকে। সেই বেডসিটগুলো আবার সিসিইউতে ব্যবহার করা হয়।  দীর্ঘদিন যাবদ এই অব্যবস্থার পরিবর্তন না হওয়ার কারনে তিনি বিষয়টি ফেসবুকে পোষ্ট করেন ৩০ মার্চ রাত্রি ১২ টার পর। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় জেলা স্বাস্থ্য দপ্তরে। তড়িঘড়ি করে ৩১ মার্চ রাত্রি আটটার নাগাদ অর্পিতাদেবীকে শোকজ করা হয়। তার বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আজ ছুটির দিন থাকা সত্বেও ঘটনার তদন্তের জন্য অর্পিতাদেবীকে জেলা স্বাস্থ্য দপ্তরে ডেকে পাঠানো হয়। শুরু হয়েছে তদন্ত।